কাঠগড়ায় বিদ্যুৎ নিয়ামক কমিশন

বিদ্যুৎ নিয়ে অন্যায়ের ফয়সালা করতে বিদ্যুৎ নিয়ামক কমিশনের কাজকর্মের উপর নজরদারির ডাক দিলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শঙ্কর সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৪০
Share:

বিদ্যুৎ নিয়ে অন্যায়ের ফয়সালা করতে বিদ্যুৎ নিয়ামক কমিশনের কাজকর্মের উপর নজরদারির ডাক দিলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শঙ্কর সেন। মৌলালি যুব কেন্দ্রে বৃহস্পতিবার বিদ্যুৎ মাসুল বৃদ্ধি বিরোধী একটি নাগরিক কনভেনশনে ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে শঙ্করবাবু বক্তব্য রাখেন। রাজ্য বিদ্যুৎ নিয়ামক কমিশনে নিয়মমাফিক তিনজন সদস্য থাকার কথা। কিন্তু কয়েক বছর যাবৎ মাত্র একজন সদস্য রয়েছেন ওই কমিশনে। শঙ্করবাবু বলেন, ‘‘একজন সদস্যই মাসুল বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিচ্ছেন। এটা আইনসঙ্গত কিনা তা জানা নেই। এখন তো সব ব্যাপারেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে। এখনই আপনারা আইন বিশেষজ্ঞের মতামত নিন।’’ উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রসেঞ্জিৎ বসু জানান, বিদ্যুৎ মাসুল বৃদ্ধির বিরুদ্ধে তাঁরা রাজনীতির উর্দ্ধে উঠে দীর্ঘস্থায়ী আন্দোলন করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement