Mamata Banerjee

রাজ্যের সব স্কুল জুলাই পর্যন্ত বন্ধ

স্কুল বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৫:৪৫
Share:

আগামী মাসেও দেখা যাবে না এই ছবি। —ফাইল চিত্র।

রাজ্যে সব স্কুল জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জুলাই মাসটা স্কুল বন্ধ রাখতে। তাই আমরা জুলাই মাস পর্যন্ত স্কুল বন্ধ রাখব।’’

Advertisement

শিক্ষামন্ত্রী জানান, এই সঙ্কটের সময়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখাই প্রধান লক্ষ্য। তবে স্কুল বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত হবে। তিনি বলেন, ‘‘কোয়রান্টিন কেন্দ্র হওয়া স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হলে আগে জীবাণুমুক্ত করে নেওয়া হবে।’’ এ দিনই ইনস্টিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়া জানিয়েছে, তাদের জুন সেশনের সব পরীক্ষা অগস্টে হবে। আগামী ৬ থেকে ১৬ জুলাই তাদের যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেগুলি হবে ১৮ থেকে ২৮ অগস্টের মধ্যে। প্রথম সিএসইইটি হবে ২৯ অগস্ট।

আরও পড়ুন: বাড়ি থেকে পরীক্ষা চান উপাচার্যেরা, মমতার দিকে তাকিয়ে পার্থ

Advertisement

আরও পড়ুন: ‘কোভিডে মৃত্যুর সম্পর্ক নেই’, দাহ বিতর্কে ভুয়ো তথ্যকে দুষল রাজ্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement