গুরুদাস-স্মরণে ডাক সব দলকে

মহাজাতি সদনে আগামী ৯ নভেম্বর ওই স্মরণ-সভা হবে। সেখানে বিজেপিকে আমন্ত্রণ করা হবে কি না, তা নিয়ে দ্বিমত ছিল সিপিআই নেতৃত্বের মধ্যে।

Advertisement
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ০০:৪৪
Share:

গুরুদাস দাশগুপ্ত। —ফাইল চিত্র

প্রাক্তন সাংসদ ও বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা গুরুদাস দাশগুপ্তের স্মরণ-সভায় রাজ্যের সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল সিপিআই।

Advertisement

মহাজাতি সদনে আগামী ৯ নভেম্বর ওই স্মরণ-সভা হবে। সেখানে বিজেপিকে আমন্ত্রণ করা হবে কি না, তা নিয়ে দ্বিমত ছিল সিপিআই নেতৃত্বের মধ্যে। শেষ পর্যন্ত রবিবার বৈঠকে বসে দলের রাজ্য নেতৃত্ব ঠিক করেছেন, সব দলকেই ডাকা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুদাসবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন, বিজেপি নেতারা ‘পিস ওয়ার্ল্ড’-এ গিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। গুরুদাসবাবুর পরিবার ও অনুরাগীদের আয়োজনে অন্য একটি স্মরণ-সভা হবে ১০ নভেম্বর চেতলা গার্লস হাইস্কুলে। সদ্যপ্রয়াত নেতার জন্মদিন ছিল রবিবার। সেই উপলক্ষে চেতলায় তাঁদের আবাসনে ঘরোয়া অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement