ফাইল চিত্র।
করোনা পরিস্থিতির প্রেক্ষিতে সব স্থায়ী ও হাউস কমিটির বৈঠক আপাতত স্থগিত হয়ে গেল বিধানসভায়। বন্ধ থাকছে কমিটির যাবতীয় সফর কর্মসূচিও। বিধানসভার সচিবালয় সূত্রে মঙ্গলবার কমিটির বৈঠক স্থগিত রাখার কথা বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে। কমিটির বৈঠকে হাজিরা দেওয়ার উপরে বিধায়কদের ভাতার বিষয়টি নির্ভরশীল। অতিমারি পরিস্থিতিতে কমিটির বৈঠক বন্ধ করতে হচ্ছে বলে বিধায়কদের ভাতা তার জন্য আটকানো হবে না বলে বিধানসভা সূত্রের খবর। করোনার জন্যই গত প্রায় দু’বছর বিভিন্ন কমিটির জেলা বা বাইরে সফর বন্ধ ছিল। পরিস্থিতি একটু উন্নত হওয়ার পরে এ বার এক গুচ্ছ সফর কর্মসূচি নিয়েছিল বিভিন্ন কমিটি। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় সেই সফরে ফের দাঁড়ি টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা।