Aliah University

Aliah University: আলিয়া-কাণ্ডে ধৃত গিয়াসউদ্দিনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিগ্রহের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ২০:২৮
Share:

গিয়াসউদ্দিন মণ্ডলকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত

আলিয়া বিশ্ববিদ্যালয়-কাণ্ডে গ্রেফতার হওয়া গিয়াসউদ্দিন মণ্ডলকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার সকালে ধৃতকে বারাসত আদালতে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন করেছিল। তবে আদালত সাত দিনের হেফাজত মঞ্জুর করেছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিগ্রহের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনায় মূল অভিযুক্ত গিয়াসুদ্দিন আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রনেতা। উপাচার্যকে নিগ্রহের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর রবিবার গিয়াসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনা নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘‘আলিয়াতে পুলিশ যা পদক্ষেপ করার তা করেছে। গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পাশাপাশিই, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আলিয়াতে যারা পড়াশোনা করে তারা সকলেই ভাল। কিন্তু সেখানেও ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতে পারে। যে কটু কথা বলেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়। কিন্তু বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক, আমি ভদ্রলোকই বলব কারণ আমার মুখ দিয়ে যেন খারাপ কথা না বেরোয়। সেখানে কোনও অ্যাকশন হয়েছে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement