ছবি: সংগৃহীত।
দাড়িভিট-কাণ্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উদ্যাপন’-এর ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। দাড়িভিটের ঘটনা নিয়ে ওই কর্মসূচির আয়োজন হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে।
গত বছর ইসলামপুরের দাড়িভিটে একটি স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমালের জেরে গুলিতে নিহত হন তাপস বর্মণ এবং রাজেশ সরকার নামে দুই যুবক। প্রতিবাদে নেমে পড়ে এবিভিপি, বিজেপি-সহ সঙ্ঘ পরিবারের নানা সংগঠন। তাদের অভিযোগ, দাড়িভিটের ওই স্কুলে বাংলার বদলে উর্দু শিক্ষক পাঠিয়ে ওই ভাষাটি চাপানোর চেষ্টা হয়েছিল। যদিও সরকারের বক্তব্য, দাড়িভিটের ওই স্কুলে উর্দু এবং সংস্কৃতের শিক্ষক পাঠানো হয়েছিল। দাড়িভিটের ওই ঘটনারই স্মরণে আগামী শুক্রবার কলকাতার ভারতীয় ভাষা পরিষদে ‘পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস’ পালনের ডাক দিয়েছে এবিভিপি।