Twitter

সাইবার হানার কবলে জোড়াফুল, তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বদলে গেল নাম এবং ছবি

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২১
Share:

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক। ছবি: টুইটার।

সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়েছে। দ্রুত অ্যাকাউন্টটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Advertisement

সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাব্‌স’। বদলে গিয়েছে তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও। আগের ছবির পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে ইংরাজি ‘ওয়াই’ এবং ‘এল’ সম্বলিত একটি প্রতীকী ছবি।

সোমবার রাতে এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটার ইন্ডিয়ার অফিসে অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব হ্যাকারদের কবল থেকে মুক্ত করানোর আবেদন জানানো হয়েছে। টুইটার কর্তৃপক্ষও সেই আশ্বাস দিয়েছে জোড়াফুলকে।

Advertisement

টুইটার কর্তৃপক্ষ তৃণমূলকে জানিয়েছেন, অ্যাকউন্ট হ্যাক হওয়ার বিষয়ে যদি তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চায়, সে ক্ষেত্রে কলকাতা পুলিশেই অভিযোগ জানাতে হবে।

তৃণমূলের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখান থেকে নতুন করে কোনও টুইট করা হয়নি। শুধু অ্যাকাউন্টের নাম এবং ছবি বদলে দেওয়া হয়েছে। কে বা কারা এই সাইবার হানার নেপথ্যে রয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement