ছবি: সংগৃহীত
আগামী বছরের উচ্চ মাধ্যমিকে ‘হুল দিবসে’র দিন কোনও পরীক্ষা রাখা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ‘হুল দিবসে’র কথা মাথায় রেখে ৩০ জুন কোনও পরীক্ষা না রাখার দাবি জানিয়ে শুক্রবারই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠি দিয়েছিল ছাত্র সংগঠন আইসা। দাবি মেনে পরীক্ষাসূচি বদল করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে শনিবার স্বাগত জানিয়েছেন আইসা-র রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র ও রাজ্য সভাপতি নীলাশিস বসু। তাঁদের বক্তব্য, ব্রিটিশ-বিরোধী প্রতিরোধের অন্যতম অধ্যায় হুল আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে পরীক্ষাসূচি বদল করার দাবি জানানো হয়েছিল। রাজ্য সরকারের সিদ্ধান্তে ছাত্র-ছাত্রীদের দাবি মান্যতা পেল।