নিজস্ব চিত্র।
নেলসন ম্যান্ডেলা উদ্যানের সংস্কারের দাবিতে শনিবার কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি দিল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)। আজ, রবিবার যখন ম্যান্ডেলার ১০২ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে, তখন তাঁর নামাঙ্কিত কলকাতার উদ্যানটি জঞ্জালে ভরে পড়ে রয়েছে। এআইপিএসও-র তরফে প্রাক্তন মন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরা, প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং বিনায়ক ভট্টাচার্যের বক্তব্য, ম্যান্ডেলার স্মৃতির প্রতি এই উদাসীনতা মেনে নেওয়া যায় না। ওই উদ্যানের সংস্কার দ্রুত হওয়া উচিত। বর্ণবাদ বিরোধী সংগ্রামের কিংবদন্তি ব্যক্তিত্ব ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তির কয়েক মাস পরে কলকাতা সফরে আসেন। ১৯৯০ সালের ১৮ অক্টোবর ইডেন উদ্যানে তাঁর সংবর্ধনা অনুষ্ঠান হয়। ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে তখন কলকাতা ময়দানে মেয়ো রোড এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে তৈরি হয় নেলসন ম্যান্ডেলা উদ্যান।