AIMIM

বিজেপি-র বি-টিম তৃণমূল, সভার অনুমতি না পেয়ে আক্রমণ মিমের

মিম নেতৃত্বের দাবি, আটদিন আগে কলকাতা পুলিশের কাছে সভার অনুমতি চেয়ে আবেদনপত্র দেওয়া হয়। পাশাপাশি, স্পিড পোস্টেও লালবাজারে আবেদনপত্র পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৪
Share:

আসাদউদ্দিন ওয়াইসি। ফাইল চিত্র।

মেটিয়াব্রুজে জনসভা করার অনুমতি না পেয়ে ফুঁসে উঠল আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। এ বার তৃণমূলকে বিজেপি-র ‘বি’ টিম বলে আক্রমণ করলেন হায়দ্রাবাদের মেয়র তথা মিম-এর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মাজিদ হোসেন। বৃহস্পতিবার মেটিয়াব্রুজে জনসভা করার অনুমতি না পেয়ে কলকাতায় আসেননি দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তার পরেই মুখ খুলেছেন মাজিদ।

বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাসের দলীয় দফতরে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন মাজিদ। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার রয়েছে। এমনকি বিজেপি-র সর্বভারতীয় নেতারাও এসে কলকাতায় রোজ সভা করে যাচ্ছেন। তাঁদের ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও ওয়াইসি সাহেবের সভার অনুমতি দেওয়া হল না।’’ এর পরই তিনি যোগ করেন, ‘‘যেভাবে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকে রাজনৈতিক কর্মসূচি পালন করা থেকে বিরত রাখা হচ্ছে, তাতে তৃণমূলকে বিজেপি-র ‘বি’ টিম বলা যায়। কারণ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডার সভার ক্ষেত্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও অসুবিধা হয় না। যত আপত্তি ওয়াইসি সাহেবের ক্ষেত্রে।’’

মিমের নেতাদের দাবি, ৮ দিন আগে কলকাতা পুলিশের কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পাশাপাশি, স্পিড পোস্টেও লালবাজারে আবেদনপত্র পাঠানো হয়। অভিযোগ, কয়েক দিন তাঁদের ঘুরিয়ে শেষ মুহূর্তে সভার অনুমতি দেওয়া হয়নি। মাজিদ জানিয়েছেন, আগামী ৪ মার্চ কলকাতায় আসবেন ওয়াইসি এব‌ং সভাও করবেন। তাঁর বক্তব্য, ‘‘রাজ্য সরকার হাজার বার সভার অনুমতি বাতিল করলেও, তিনি সভা করবেন।’’

তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাগ বসিয়ে বিজেপি-কে সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই কি পশ্চিমবঙ্গের ভোটে অংশগ্রহণ করছে মিম? এর জবাবে মাজিদের পাল্টা প্রশ্ন, ‘‘বিহার বা উত্তরপ্রদেশের ভোটেও তৃণমূল প্রার্থী দিয়েছিল। সেখানে কি কাউকে সুবিধা করতে প্রার্থী দিয়েছিলেন তাঁরা?’’ তাঁর দাবি, ‘‘বিহারে আমরা যে ৫টি আসন জিতেছি তার ৪টিতেই বিজেপি-কে হারিয়েছি। তাই আমরা বিজেপি-কে সুবিধা করে দিচ্ছি, তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন।’’ ওই মিম নেতার বক্তব্য, ‘‘এখানকার মুখ্যমন্ত্রী বাকস্বাধীনতার কথা বলেন। এখন তাঁকেই এই কথার অর্থ প্রমাণ করে দেখাতে হবে। আসলে তিনি ওয়াইসি-কে ভয় পাচ্ছেন। ওয়াইসি সাহেব কলকাতায় এসে যে তাঁর উন্নয়নের মুখোশ খুলে দেবেন, তা তিনি বুঝতে পেরেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement