নারায়ণ দেবনাথ। —ফাইল চিত্র
হাসপাতালের বিছানায় বসে ‘বাঁটুল দি গ্রেট’-এর ছবি আঁকলেন লেখক-শিল্পী নারায়ণ দেবনাথ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গেল সেই দৃশ্য।
অসুস্থতার কারণে দিন কয়েক ধরে শহরের একটি হাসপাতালে ভর্তি নারায়ণবাবু। তাঁর মস্তিষ্কের সক্ষমতা পরীক্ষা করতে হাসপাতালে বসেই বাঁটুলের ছবি আঁকতে বলেন চিকিৎসক। এর মাধ্যমেই পরীক্ষা করা হবে, শিল্পীর মস্তিষ্ক থেকে বেরোনো সঙ্কেত পৌঁছচ্ছে কি না তাঁর শরীরে বিভিন্ন অঙ্গে-প্রত্যঙ্গে।
ভিডিয়োয় দেখা গেল, বাঁটুল এখনও তাঁর নখদর্পণেই! বয়স এবং অসুস্থতার কারণে, ছবি আঁকার সময়ে নারায়ণবাবুর হাত কিছুটা কাঁপছে ঠিকই। তবে কার্টুনের রেখায় এখনও ভুল হয় না ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’-এর সৃষ্টিকর্তার।
পরনে হাসপাতালের দেওয়া জামা। চুল এলোমেলো। চেহারাতেও তাঁর অসুস্থতার ছাপ স্পষ্ট। তবু পরীক্ষার খাতায় মন দিয়ে রেখা টানতে দেখা গেল শিল্পীকে। ঠিক যেন নতুন কোনও কাজ নিয়ে বসেছেন তিনি।