AICC

বাম-আলোচনার জন্য কমিটি এআইসিসি-র

বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ সোমবার বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৫:১৭
Share:

প্রতীকী ছবি।

বামেদের সঙ্গে নির্বাচনী জোটে কংগ্রেস হাইকম্যান্ড সম্মতি দিয়েছে আগেই। এ বার বাংলায় বামেদের সঙ্গে আসন-রফা ও যৌথ আন্দোলন সংক্রান্ত আলোচনার জন্য কমিটি গড়ে দিল এআইসিসি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সাংসদ প্রদীপ ভট্টাচার্যের পাশাপাশি ওই কমিটিতে রাখা হয়েছে নেপাল মাহাতোকেও। জোট-প্রক্রিয়ার উপরে এ বার যে কংগ্রেস হাইকম্যান্ডের নজর রয়েছে, এমন কমিটি গঠন তারই ইঙ্গিত বলে দলীয় সূত্রের ব্যাখ্যা।

Advertisement

বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ সোমবার বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, তার আগে এ দিন এআইসিসি দফতরে জিতিন বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের সঙ্গে। দলের শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত নিয়েই বাংলার জন্য এমন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রের ব্যাখ্যা। তবে জিতিন নিজে সরাসরি কমিটিতে ঢোকেননি। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই অধীরবাবু ঘোষণা করেছিলেন, পাঁচ জনের একটি কমিটি বামেদের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাবে। সেই কমিটিতে অধীরবাবু, মান্নান, প্রদীপবাবু ছাড়া রাখা হয়েছিল মনোজ চক্রবর্তী এবং ঋজু ঘোষালকেও। বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে দু’টি বৈঠকে ভাগাভাগি করে তাঁরা উপস্থিতও ছিলেন। এ বার আসন-রফার আলোচনায় বামেদের সঙ্গে বসবে নতুন কমিটি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রবিবারই প্রদীপবাবুর সঙ্গে বৈঠকে কংগ্রেসকে দ্রুত আলোচনার টেবিলে বসার আর্জি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement