CPIML

প্রতিবাদ-বিক্ষোভ দুই বাম দলের

মৌলালি মোড়ে মঙ্গলবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান লিবারেশনের কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০৬:১৮
Share:

স্ট্যান স্বামী কাণ্ডে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

স্ট্যান স্বামীর মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যা’ হিসেবে চিহ্নিত করে কলকাতায় পৃথক ভাবে পথে নামল সিপিআই (এম-এল) লিবারেশন এবং এসইউসি। মৌলালি মোড়ে মঙ্গলবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান লিবারেশনের কর্মী-সমর্থকেরা। জেল হেফাজতে স্বামীর ‘হত্যা’র বিচার চাওয়ার পাশাপাশি অবিলম্বে ভীমা কোরেগাঁও মামলার সমস্ত বন্দিদের মুক্তি এবং ইউএপিএ আইন, এনআইএ-র মতো তদন্তকারী সং‌স্থা বাতিলের দাবি জানান তাঁরা। ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে জমায়েত করে কে সি দাস মোড়ে বিক্ষোভ-সভা করে এসইউসি। স্বামীর ঘটনার পাশাপাশি জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভুয়ো প্রতিষেধক-কান্ডের প্রতিবাদও জানানো হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব। সারা রাজ্য জুড়েই এ দিন বিক্ষোভের ডাক দিয়েছিল এসইউসি। তারই অঙ্গ হিসেবে ঢাকুরিয়া মোড়ে বিক্ষোভ দেখাতে গেলে তাদের দলের ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement