Youth Congress

রেল বেসরকারিকরণে বিক্ষোভ, ধস্তাধস্তি

রেল দফতরের ফটকের সামনে ধর্না চলে বেশ কিছু ক্ষণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কুশপুতুল পোড়ানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০৪:৪৪
Share:

রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। ডান দিকে, পূর্ব রেল দফতরে ছাত্র পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা।—নিজস্ব চিত্র।

ট্রেন চালাতেও বেসরকারি সংস্থাকে ভার দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শহরে দফায় দফায় বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। রেলের ওই সিদ্ধান্তের জন্য শুক্রবার কলকাতায় মোদী সরকারকে তুলোধোনা করেন প্রাক্তন রেলমন্ত্রী ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তার পরে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ব্যাঙ্কশাল কোর্ট চত্বর থেকে প্রতিবাদ মিছিল পূর্ব রেলের দফতরে ঢুকে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ ও রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রেল দফতরের ফটকের সামনে ধর্না চলে বেশ কিছু ক্ষণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কুশপুতুল পোড়ানো হয়। একই ভাবে রাজভবনের বাইরে বিক্ষোভ দেখান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি শাদাব খান, সৌরভেরা। সেখানেও প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement