ব্যস্ত: প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে কোচবিহারের জেলাশাসক সুব্রত বক্সী। ছবি: হিমাংশুরঞ্জন দেব
বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কথা মাথায় রেখে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না কোচবিহারের বিদায়ী জেলাশাসক কৌশিক সাহা। ওই প্রস্তুতিতে ‘টিম কোচবিহারের’ সব কাজ এগিয়ে রাখছেন তিনি।
শনিবারেও নিজের দফতরে যান কৌশিক। অতিরিক্ত জেলাশাসক জ্যোতিমর্য় তাঁতি, কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল-সহ প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন তিনি। সরকারি প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রশাসন সূত্রের খবর, আজ, রবিবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফরের কথা মাথায় রেখেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের প্রশাসনিক কর্তাদের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। ওই বৈঠকে থাকার কথা অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশেরও। কৌশিক বলেন, “সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছি।”
২১ অক্টোবর সোমবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আসার কথা রয়েছে। পরদিন ২২ অক্টোবর তিনি উত্তরন্যায় বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠকে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, পুলিশ সুপার, এসডিও, এসডিপিও, বিডিও, থানার আইসি, ওসিদের সঙ্গে মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যানদেরও থাকার কথা রয়েছে। ওই বৈঠকে অবশ্য উপস্থিত থাকার কথা কোচবিহারের নতুন জেলাশাসক পবন কাদয়ানের। প্রশাসনের এক কর্তা জানান, শনিবার ও রবিবার ছুটির দিন। সোমবার নতুন জেলাশাসক দায়িত্ব নেবেন বলে একরকম চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা হলে স্বাভাবিকভাবে মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে কোচবিহারের জেলাশাসক হিসেবে তিনিই থাকবেন। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় এমন গুরুত্বপূর্ণ বৈঠকে জেলাশাসকদের যোগ দেওয়ার ব্যাপারেও এক নজিরও তৈরি হবে।
২০১৭ সালের জুনে কোচবিহারের জেলাশাসক হিসেবে দায়িত্ব নেন কৌশিক। তাঁর সময়ে একশো দিনের কাজে দু’বার জাতীয় স্তরে, কন্যাশ্রী প্রকল্পেও রাজ্যের পুরস্কার এসেছে। মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য এ বারেও প্রস্তুতিতে ফাঁক রাখতে চাননি তিনি। প্রশাসন সূত্রেই খবর, মুখ্যমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে কয়েকদিন ধরেই প্রশাসনিক মহলে ব্যস্ততা চরমে উঠেছে। শুক্রবার ল্যান্সডাউন হলে বিভিন্ন দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করেন কৌশিক। রাতেই তাঁর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব পদে বদলির নির্দেশের কথা জানাজানি হয়। তাতেও ‘টিম কোচবিহার’কে বৈঠকের জন্য তৈরি রাখার ব্যাপারে এতটুকু খামতি রাখতে চান না বিদায়ী জেলাশাসক। সব বিষয়েই সংশ্লিষ্ট কর্তাদের যাবতীয় তথ্য নিয়েই ‘আপডেট’ রাখার চেষ্টা করছেন।