সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র
সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে কলকাতা হাই কোর্টে নিজের চেম্বার থেকে বেরোন তিনি। বাইরে তখন অপেক্ষারত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের প্রশ্নের জবাবে বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ শিরোধার্য। সুপ্রিম কোর্টের কথা হাই কোর্ট মেনে চলে। তাই তিনিও মেনে চলবেন। এর পরেই তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট যুগ যুগ জিয়ো।’’
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টে তিনটি ‘ধাক্কা’ খেয়েছেন। একটি মামলা বিচারপতির এজলাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অন্য দু’টি নির্দেশে দেওয়া হয়েছে স্থগিতাদেশ। শেষের নির্দেশটি এসেছে রাত সাড়ে ৮টা নাগাদ। তার আগে নিজের চেম্বারে বসে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা করছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারও এক ঘণ্টা পর হাই কোর্ট থেকে বেরোন বিচারপতি। সেই সময় বিচারপতি বলেন, ‘‘আমার কোনও মন খারাপ নেই। আমি কোনও ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে বিচার করতে বসিনি। আমি বিচার না করলেও মামলা তো আর থেমে থাকবে না। কোনও না কোনও বিচারপতিই সেই মামলা শুনবেন। তবে আমি যত দিন বিচারপতি থাকব, তত দিন দুর্নীতির বিরুদ্ধে সরব থাকব।’’ এর পরেই বিচারপতি বলেন, ‘‘যখন বিচারপতি থাকব না, অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে লড়ব।’’
সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত একটি মামলা সরবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার নির্দেশেও দেওয়া হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সেই খবর ছড়িয়ে পড়ার পর নিয়োগ নিয়ে আন্দোলনকারীরা বিচারপতির নামে পোস্টার বুকে বেঁধে নেমেছিলেন রাস্তায়। সে প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘‘কারও যদি ব্যক্তিগত ভাবে মন খারাপ হয়ে থাকে বা হতাশ হয়ে থাকেন, তবে আমার পরামর্শ, হতাশ হবেন না। মামলা চলছে বিচারও হবে।’’