অনশন তুলে নিলেন পার্শ্ব শিক্ষকেরা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাসে আস্থা রেখেই বৃহস্পতিবার ৩২ দিনের বিক্ষোভ-অবস্থান এবং ২৮ দিনের অনশন তুলে নিলেন পার্শ্ব শিক্ষকেরা। তবে দাবি পূরণ না-হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা এত দিন যে-লড়াই করলাম, তা কিছুটা হলেও নিষ্পত্তির দিকে গিয়েছে। মূল দাবি দু’টি: পার্শ্ব শিক্ষকদের বেতন-কাঠামোর ব্যবস্থা করতে হবে এবং তাঁদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে। আমাদের মনে হয়েছে, শিক্ষামন্ত্রী আমাদের দাবি সমর্থন করেছেন। তবে উনি কিছুটা সময় চেয়েছেন। আমরা ওঁকে সময় দিয়েছি। মন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে অনশন-বিক্ষোভ তুলে নিলাম।’’
ক্লাস বন্ধ করে আন্দোলন কেন, সেই প্রশ্ন তুলে হুঁশিয়ারির পাশাপাশি সরকারের তরফে ওই শিক্ষকদের ‘শো-কজ়’ বা কারণ দর্শাতে বলা হয়েছিল। সেই টানাপড়েনের মধ্যেই বুধবার পার্শ্ব শিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন পার্থবাবু। সংগঠনের তরফে এ দিন জানানো হয়, মন্ত্রীর লিখিত আশ্বাস আসার পরেই অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আপাতত অনশন তুলে নিলেও মার্চের মধ্যে দাবি পূরণ না-হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়ে দেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বিষয়ে তিনি সদর্থক আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উনি আমাদের দাবি পূরণের পুরো প্রক্রিয়াটির জন্য সময় চেয়েছেন। আমরা মার্চ পর্যন্ত সময় দিয়েছি।’’