State News

দিলীপের তোপে বিজ্ঞানীরাও

দিলীপ এ দিন আক্রমণ করেছেন বিজ্ঞানীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৪:৫৪
Share:

—ফাইল চিত্র।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিজ্ঞান বিষয়ক ‘বিতর্কিত’ মন্তব্যকে সমর্থন জানাতে গিয়ে বিজ্ঞানীদের বিরুদ্ধেও সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বুধবার বলেন, ‘‘যাঁরা রাজ্যপালের মন্তব্যের বিরোধিতা করছেন, তাঁদের কাছেই বা কী প্রমাণ আছে যে, ওটা নয়? এই রাজ্যপাল কম বিদ্বান নন। যাঁরা সমালোচনা করছেন, তাঁদের মানার মতো মানসিকতা নেই। আত্মবিশ্বাস নেই। তাই দেশের পক্ষে, পুরাণ নিয়ে কেউ কিছু বললে, এঁদের খুব কষ্ট হয়।’’ এর পরেই দিলীপের সংযোজন, ‘‘এঁরা বিজ্ঞানী? এঁদের অবদান কী আছে? সমালোচনা করার অধিকারটাই আছে খালি? ওঁদের ইচ্ছা বা জানার বাইরে কেউ কিছু বললেই সমালোচনা করছেন?’’ রাজ্যপাল মঙ্গলবার বলেছিলেন, ‘‘উড়ন্ত যানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতে সঞ্জয়ের মুখেও তা শোনা গিয়েছে। অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল।’’ তার প্রতিক্রিয়ায় বিজ্ঞানী বিকাশ সিংহ মন্তব্য করেছিলেন, ‘‘এ সব অর্থহীন কথা বিজ্ঞানীরা শুনলে রেগে যাবেন।’’ সেই প্রেক্ষিতেই দিলীপ এ দিন আক্রমণ করেছেন বিজ্ঞানীদের।

Advertisement

আরও পড়ুন: বিজেপি ‘বিরোধিতা’র প্রশ্নে বাম-কংগ্রেসকে তোপ মমতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement