WB Panchayat Election 2023

‘দশ বছরে সব কাজ করে ফেলা যাবে, এমনটা নয়’

পাঁচ বছরের কাজ, বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন বিদায়ী জেলা সভাধিপতিরা। আজ নদিয়ার রিক্তা কুণ্ডু।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ০৮:৩০
Share:

রিক্তা কুণ্ডু। —নিজস্ব চিত্র।

প্রশ্ন: গত পাঁচ বছরে জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাগুলির কতটা করা গিয়েছে? অনেক রাস্তাই তো এখনও বেহাল।

Advertisement

উত্তর: অধিকাংশ রাস্তাই ভাল রয়েছে। যেগুলি খারাপ, সেগুলিরও সংস্কার নির্দিষ্ট ব্যবধানে করা হয়। রাস্তা নিয়ে খুব একটা সমস্যা নেই।

প্রশ্ন: কয়েক কোটি টাকা খরচ করে বাহাদুরপুরে ট্রাক টার্মিনাস তৈরি করা হয়। আজও চালু হল না কেন?

Advertisement

উত্তর: একটা পরিকল্পনা করা হলে তা বাস্তবায়িত হতে কিছু সময় তো লাগেই।

প্রশ্ন: সব জায়গায় এখনও বাড়ি বাড়ি পানীয় জল যায়নি। তার বিকল্প হিসেবে জেলা পরিষদ কী করেছে?

উত্তর: জলাধার তৈরির জন্য অনেক জায়গায় সরকারি জমি নেই, কিনতে হচ্ছে। তা সত্ত্বেও ৬০ শতাংশ কাজ হয়েছে। দরকার মতো সজলধারারও ব্যবস্থা হয়েছে।

প্রশ্ন: সিপিএম জমানায় রানাঘাট-ব্লকে ফুল সংরক্ষণের জন্য তৈরি হিমঘর তৃণমূল আসা ইস্তক তালাবন্ধ। করিমপুরে পানের হিমঘর বরফ কল তৈরি হয়ে পড়ে আছে।

উত্তর: দশ বছরে সব কাজই করে ফেলা যাবে, এমনটা নয়। ফুলচাষিরা চাইলেই হিমঘর চালু রাখা সম্ভব। পান সংরক্ষণের প্রয়োজনীয়তা এখন নেই।

প্রশ্ন: ঘূর্ণীর মৃৎশিল্প জগদ্বিখ্যাত। অথচ বিপণনের জন্য তৈরি ‘মৃত্তিকা’ ভবন আজ অনুষ্ঠান বাড়িতে পরিণত।

উত্তর: মৃৎশিল্পীরা মনে করেন, ওখানে পসরা সাজিয়ে বসার মতো যথেষ্ট জায়গা নেই। তাই অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়।

প্রশ্ন: ফুলিয়ার বাসিন্দা ফেলানি বসাককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান করেছিলেন। অথচ এখন তিনি জেলায় এলেও কোনও অনুষ্ঠানে ফেলানিকে আনা হয় না, সরকারি প্রকল্প থেকেও তিনি বঞ্চিত বলে অভিযোগ।

উত্তর: সরকারি সমস্ত সুবিধা উনি পাচ্ছেন। আমি নিজে প্রতিনিয়ত ওঁর সঙ্গে যোগাযোগ রাখি। কিছু দিন আগেও তাঁর চিকিৎসা করিয়েছি।

প্রশ্ন: তৃণমূলের কিছু জনপ্রতিনিধি আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য না হয়েও তা পেয়েছেন।

উত্তর: তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রশ্ন: তৃণমূল নেতাদের বিরুদ্ধে বহু ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ।

উত্তর: নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন: দুর্নীতির অভিযোগে জেলা তৃণমূলের প্রাক্তন পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য জেলে। সবের প্রভাব পড়বে না?

উত্তর: পার্থবাবু যদি দুর্নীতিতে যুক্ত হয়ে থাকেন, যদিও তা প্রমাণিত নয়, দলের সর্বোচ্চ নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছেন।

সাক্ষাৎকার: সুস্মিত হালদার সুদেব দাস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement