SSC

এসএসসি-ধর্নার পাশে সিপিএম

মেধা-তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির কাছে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এসএসসি-র চাকরি-প্রার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ০৯:২৪
Share:

ফাইল চিত্র।

কংগ্রেসের পরে এ বার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ-প্রার্থীদের ধর্নায় গিয়ে ফের দুর্নীতির বিরুদ্ধে সরব হল সিপিএম। মেধা-তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির কাছে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এসএসসি-র চাকরি-প্রার্থীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রবিবার ওই অবস্থানে গিয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই ধর্না-স্থলে সোমবার গিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে বাগ কমিটির রিপোর্টের বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কী? মেধা-তালিকা এড়িয়ে অন্যায় ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে যাঁরা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ, তাঁদের কাছ থেকে টাকা ফেরতের কী ব্যবস্থা হবে? দুর্নীতির দায়ে পঞ্জাবের সরকার যদি স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারে, এ রাজ্যে মন্ত্রী-আমলাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া যাবে না কেন? সুজনবাবু বলেন, ‘‘দুর্নীতি যারা করেছে, তাদের শাস্তি পেতেই হবে। এই লড়াই চলবে।’’ বিশিষ্ট জন ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও দুর্নীতির প্রতিবাদে ওই শিক্ষক-প্রার্থীদের অবস্থানের পাশে দাঁড়িয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য ফের দাবি করা হয়েছে, ভুল কোথাও হয়ে থাকলে সংশোধন করে নেওয়ার চেষ্টা হচ্ছে। তবে কোনও ব্যক্তি দুর্নীতিতে জড়িয়ে থাকলে তার দায় সরকারের নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement