প্রতীকী ছবি।
স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩ মার্চ থেকে। পরীক্ষা শুরু ১২ মার্চ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বুধবার জানান, জয়েন্ট এন্ট্রান্স মেন (দ্বিতীয়) পরীক্ষায় বসার আবেদন করতে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রমাণ দিতে হবে। ওই পরীক্ষার ফর্ম পূরণের শেষ দিন ৬ মার্চ। সেই ফর্ম পূরণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না-পড়েন, তাই কিছুটা আগেই অ্যাডমিট কার্ড বিলির ব্যবস্থা হয়েছে। সিবিএসই দ্বাদশ এবং আইএসই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্স মেন (প্রথম) পরীক্ষায় অ্যাডমিট কার্ড স্ক্যান করে আপলোড করতে বলা হয়নি। কিন্তু এ ক্ষেত্রে তা করতে বলায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শিক্ষা শিবিরের একাংশের বক্তব্য, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আরও একটু আগে দিলেই ভাল হত।
আরও পড়ুন: নাগরিকত্ব আলোচনা, অনুমতি বাতিল আইআইটির