Presidency University

প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়া শুরু মঙ্গলবার

প্রেসিডেন্সিতে  প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই ভর্তি নেওয়া হয়। বিগত কয়েক বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই পরীক্ষা নেয়।  কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০৬:১০
Share:

ফাইল চিত্র।

অবশেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ওই দিন বিকেল চারটে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এক জন পড়ুয়া সর্বোচ্চ দু’টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করত পারবেন। রাজ্য সরকারের নির্দেশ মতো এ বার আবেদনের জন্য কোনও রকম ফি লাগবে না। প্রেসিডেন্সিতে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই ভর্তি নেওয়া হয়। বিগত কয়েক বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই পরীক্ষা নেয়। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ভর্তির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সিও মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতি এবং রাশিবিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ের ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা দফতরের নির্দেশ মতো ১০ অগস্ট থেকে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু করছে মঙ্গলবার থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement