Corporation Election

পুরভোটের কাজ চলবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে

অন্য ৮৫টি পুরসভার মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের আট পুরসভার ওয়ার্ড সংরক্ষণের খসড়া ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৬
Share:

প্রতীকী ছবি

ওয়ার্ড সংরক্ষণ সংক্রান্ত কাজ যেমন চলছে, সেই ভাবেই চলবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আটটি পুরসভার ভোটের কাজ আপাতত স্থগিত হচ্ছে না বলেই জেলা প্রশাসনিক সূত্রের খবর।

Advertisement

ওই শিল্পাঞ্চলের ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, টিটাগড়, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভা নিয়ে কর্পোরেশন বা পুর নিগম গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সেই নিগমের এলাকা নির্ধারণে কয়েক দিন আগে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ওই আট পুরসভার সঙ্গে চার-পাঁচটি পঞ্চায়েতও নিগমে যুক্ত হওয়ার কথা।

প্রশ্ন উঠছে, তা হলে কি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ওই আট পুরসভার নির্বাচনের কাজ স্থগিত হয়ে যাবে? এই নিয়ে পুর দফতরের চিঠি পাওয়ার পরেই করণীয় কী, তা জানতে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসন। আট পুরসভায় ভোটের কাজ বন্ধের নির্দেশ আসেনি বলে জানান উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। অন্য ৮৫টি পুরসভার মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের আট পুরসভার ওয়ার্ড সংরক্ষণের খসড়া ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার উপরে আপত্তি ও দাবি জানানোর কাজ চলছে। সেই কাজ শেষ হলে ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা।

Advertisement

নভেম্বরের শেষে পুর ও নগরোন্নয়ন দফতর এবং জেলা প্রশাসনের নির্দেশে ওই আট পুরসভার চেয়ারম্যানদের কাছে পুরসভা সবিস্তার বৃত্তান্ত জানতে চেয়েছিলেন ব্যারাকপুরের মহকুমাশাসক আবুল কালাম আজাদ ইসলাম। পুরপ্রধানেরা সেই চিঠির জবাবও দেন বলে স্থানীয় সূত্রের খবর। সাধারণত, ওয়ার্ড পুনর্বিন্যাসের পরেই ওয়ার্ড সংরক্ষণ করা হয়। ব্যারাকপুর শিল্পাঞ্চলের আটটি পুরসভারই ওয়ার্ড সংরক্ষণের খসড়া প্রকাশের কাজ শেষ। ভোট কি একই সঙ্গে হবে? কমিশনের কর্তারা জানান, সংরক্ষণের কাজ চলছে। নিয়ম অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement