অধীর চৌধুরী। ফাইল চিত্র।
মুর্শিদাবাদে নদী ভাঙনের সমস্যাকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে গণ্য করে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে সমন্বয় করে পদক্ষেপের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তিনি। তাঁর এ বারের চিঠিতে অধীর উল্লেখ করেছেন শমসেরগঞ্জের কথা। বহরমপুরের সাংসদের বক্তব্য, সম্প্রতি প্রায় ১৫০০ একর জমি গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার মধ্যে উর্বর জমিও আছে। শমসেরগঞ্জের ধানগোড়া, মুশারিপাড়া, নতুন শিবতলার মতো এলাকা বেশি উপদ্রুত। প্রতি বছরই মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষকে ভাঙনের সমস্যায় ভুগতে হয় জানিয়ে এর মোকাবিলায় কেন্দ্রীয় তহবিলের দাবি জানিয়েছেন অধীরবাবু। তাঁদের আর্জি মেনে শেখাওয়াত ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে রাজি হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন প্রদেশ সভাপতি।