adhir chowdhury

Bhabanipur Bypoll: ভবানীপুরে লড়া নিয়ে কংগ্রেসে নানা মত, শেষে দিল্লির কোর্টে বল ঠেললেন অধীর

সূত্রের খবর, অধীর চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে সিংহভাগ কংগ্রেস নেতাই ভবানীপুরে প্রার্থী দেওয়ার পক্ষে মত দেওয়ার পর এআইসিসি-র কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১
Share:

সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজস্ব চিত্র

ভবানীপুরের উপনির্বাচনে কংগ্রেস কি প্রার্থী দেবে? সোমবার এই বিষয় নিয়ে বৈঠকে বসেন প্রদেশ নেতৃত্ব। সূত্রের খবর, প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে ওই বৈঠকে অধিকাংশ কংগ্রেস নেতাই ভবানীপুরে প্রার্থী দেওয়ার পক্ষে মত দেন। এই মর্মে এআইসিসি-র কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকে হাজির এক কংগ্রেস নেতা জানান, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, মায়া ঘোষ, অসিত মিত্রদের মতো প্রবীণ কংগ্রেস নেতারা একযোগে জানান, জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলে দলের কর্মী-সমর্থকদের কাছে ভুল বার্তা পৌঁছবে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত এক নেতা অধীরকে বলেন, ‘‘আপনার উপরও হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ভবানীপুরে প্রার্থী না দিলে কি ভুল বার্তা যাবে না? ভবানীপুরে অবশ্যই প্রার্থী দেওয়া উচিত।’’

Advertisement

বৈঠকে পাল্টা মত রাখেন কংগ্রেস নেতা মহম্মদ মুখতার ও দীপ্তিমান ঘোষ। সূত্রের খবর, তাঁদের মত ছিল, প্রার্থী দিয়ে কী হবে, যেখানে ফল আগে থেকেই অনুমান করা যাচ্ছে।

বৈঠকে উপস্থিত এক নেতার কথায়, অধীর দু’পক্ষেরই মত শোনেন এবং শেষে বলেন, ‘‘আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল ভবানীপুরে প্রার্থী না দেওয়ার। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বৈঠকে যা আলোচনা হল তা দিল্লিতে এআইসিসি-র কাছে পাঠিয়ে দিচ্ছি। এআইসিসি যা সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস কমিটি তা মেনে নেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement