Sitaram Yechury

ইয়েচুরির জন্য

বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘরে এ দিন বাম পরিষদীয় দলের তরফে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য গিয়েছিলেন অধীরবাবুর সঙ্গে দেখা করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩
Share:

সীতারাম ইয়েচুরি

বাংলা থেকে রাজ্যসভার পঞ্চম আসনে সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রার্থী হলে তাঁকে সমর্থনে তাঁদের তরফে আপত্তি নেই বলে জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। কলকাতায় এসে শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরবাবু। সেখানেই এই প্রশ্নে তিনি বলেন, ‘‘আগেও সীতারামকে প্রার্থী করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সিপিএমের অভ্যন্তরীণ আপত্তির জন্য বাস্তবে সেটা হয়নি। এখনও তাঁকে প্রার্থী করা হলে আমি বলব, আপত্তি করার কিছু নেই। বরং, আমরা খুশিই হব।’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘরে এ দিন বাম পরিষদীয় দলের তরফে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য গিয়েছিলেন অধীরবাবুর সঙ্গে দেখা করতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement