শাহরুখের পাশে না দাঁড়ানো নিয়ে মমতাকে প্রশ্ন অধীরের।
শাখরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফতারির পরে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই চুপ থাকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চোধুরী। সোমবার বহরমপুরে লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে এক অনুষ্ঠানে যোগ দেন অধীর। সেখানেই তিনি বলেন, ‘‘শাহরুখের পরিবারের সঙ্গে গত কয়েক দিনে যা ঘটেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কেন প্রতিবাদ জানাচ্ছেন না?’’
লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর পর থেকেই বহরমপুরে একাধিক প্রতিবাদ মিছিলের আয়োজন করে কংগ্রেস। বহরমপুরে গাঁধী মূর্তির কাছে প্রতিবাদ মঞ্চ থেকে সোমবার অধীর আরও বলেন, ‘‘শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আরিয়ান খানকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে। এর প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী কিছু বলুন! কিং খানকে দিদি নিজের স্বার্থে তো ব্যবহার করেছেন, আজ কেন চুপ হয়ে গেলেন।’’ এ নিয়ে সোমবার সকালে একটি ফেসবুক পোস্টও করেছেন তিনি।
শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মমতা। এর পাশাপাশি ‘কলকাতা নাইট রাইডার্স’ আইপিএল দলের মালিকও শাহরুখ। অতীতে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। গত সপ্তাহে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়ানোর পর থেকেই অস্বস্তিতে রয়েছেন শাহরুখ। সঙ্কটে থাকা শাহরুখের পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর না দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কিং খানকে রাজ্য সরকার নিজের স্বার্থে ব্যবহার করেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
যদিও অধীরের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল। তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘‘অধীর চোধুরী বোকা বোকা কথা বলছেন। শাখরুখ খান অবশ্যই সঙ্কটের মধ্যে রয়েছেন। এটা অবশ্যই তাঁর ব্যক্তিগত সঙ্কট। এতে রাজনীতির কিছু নেই যে আমাদের নেত্রীকে মুখ খুলতে হবে। কংগ্রেসের অনেক নেতাই ব্যক্তিগত জীবনে এ রকম সঙ্কটের মধ্যে পড়ছিলেন। তা নিয়ে অধীরবাবুরা কি সব সময় মুখ খুলেছিলেন?’’