লড়াইয়ের মুখ মনীষা উদ্বোধনে

মধ্যমগ্রামের উদয়রাজপুরে আগামী ২ অক্টোবর একটি বারোয়ারি পুজোর উদ্বোধন করবেন অ্যাসিড আক্রান্ত কিশোরী মনীষা পৈলান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৯
Share:

ছবি: সংগৃহীত।

পুজো উদ্বোধনে নানা মণ্ডপে যখন নানা ‘তারকা’র ভিড়, তারই মাঝে দেখা যাবে অন্য মুখ।

Advertisement

মধ্যমগ্রামের উদয়রাজপুরে আগামী ২ অক্টোবর একটি বারোয়ারি পুজোর উদ্বোধন করবেন অ্যাসিড আক্রান্ত কিশোরী মনীষা পৈলান। যিনি অ্যাসিড আক্রান্তদের নিয়ে একটি প্রতিবাদী মঞ্চ গড়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। পুজো উদ্যোক্তাদের তরফে স্বপন মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘মনীষার মতো মেয়েরাই এখনকার দিনে প্রকৃত দুর্গা, যাঁরা প্রতিনিয়ত সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে লড়াই করে চলেছেন। তিনি নারীশক্তির প্রতীক, অন্যান্য নির্যাতিতা মহিলাদের অনুপ্রেরণা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement