জামিন চাইল শ্রীনু নায়ডু হত্যা মামলায় ধৃত বরুণ ঘোষ। আগে একাধিকবার মেদিনীপুর সিজেএম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়েছে। এ বার সে মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন জানিয়েছে। কাল, সোমবার জেলা ও দায়রা আদালতে ওই আবেদনের শুনানি হবে। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী সমরকুমার নায়েক বলেন, “ওই অভিযুক্ত জামিনের আবেদন জানিয়েছে। সোমবার এই আবেদনের শুনানি হবে।”
খড়্গপুরের রেলমাফিয়া শ্রীনু নায়ডু খুনের পরদিনই ৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বরুণ তাদের অন্যতম। পুলিশের এক সূত্রে খবর, এই যুবক প্রত্যক্ষ ভাবে খুনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে পরোক্ষ ভাবে যুক্ত। বরুণের বাড়ি ঘাটালের বন্দিপুরে। সে আগে খড়্গপুরের এক নার্সিংহোমে কাজ করত। তখনই দুষ্কৃতী দলের একজনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। শ্রীনু হত্যার দিন সঞ্জয় কুমার নামে এক অভিযুক্তের হাতে গুলি লাগে। তাকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় বরুণের বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বরুণ নিজেই অস্ত্রোপচার করে গুলি বের করার প্রস্তুতি নেয়। চিকিত্সার যাবতীয় সরঞ্জামও কিনে আনে। তবে গুলি বের করতে পারেনি। পরে বন্দিপুরে হানা দেয় পুলিশ। জখম সঞ্জয়ের সঙ্গে বরুণকেও গ্রেফতার করা হয়।
এ দিকে, শনিবারও ঘটনার এক প্রত্যক্ষদর্শী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। বিজয় কুমার নামে ওই প্রত্যক্ষদর্শী মেদিনীপুরের এসিজেএম আদালতে গোপন জবানবন্দি দেন। শুক্রবার এই মামলায় গোপন জবানবন্দি দিয়েছে নন্দ দাস নামে এক অভিযুক্ত। শ্রীনু নায়ডু হত্যা মামলায় এখনও পর্যন্ত যে ১২ জন গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে এই নন্দ অন্যতম। এই মামলায় সে এখন জেল হেফাজতে রয়েছে। নন্দর আগে এই মামলায় গোপন জবানবন্দি দিয়েছে সি শ্রীনু এবং আর সম্মুখ নামে ঘটনার অন্য দুই প্রত্যক্ষদর্শী। আরও এক প্রত্যক্ষদর্শী শীঘ্রই জবানবন্দি দিতে পারেন বলে পুলিশেরই এক সূত্রে খবর।