Kolkata

সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে

শুধু কলকাতাতেই নয়, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে দফায় দফায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২০ ১৭:১৩
Share:

আজ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি লেগেই রয়েছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। সোমবার ভোরেও কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। আবারও কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। এ দিন সন্ধ্যায় কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়ায়। তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটারের আশপাশে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

শুধু কলকাতাতেই নয়, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে দফায় দফায়। দক্ষিণবঙ্গে ৮ জুন থেকে বৃষ্টি স্বাভাবিক নিয়মে ঢুকে যাওয়ার কথা। এ দিন কেরলে বর্ষার আগমন ঘটেছে। এ রাজ্যে প্রাক বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যে আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন) তাণ্ডবের পর, এখনও দুই ২৪ পরগনায় ক্ষত মেলায়নি। তার উপর ঘন ঘন বৃষ্টিতে সমস্যায় পড়েছে বাসিন্দারা। দিন কয়েক আগেই কলকাতার উপর দিয়ে ৯৬ কিলোমিটার গতিতে বয়ে গিয়েছে কালবৈশাখী। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।”

আরও পড়ুন: বর্ষা ঢুকল কেরলে, দিন কয়েকের মধ্যে ঢুকে পড়ছে এ রাজ্যেও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement