State news

বাসে পিষে দিল বাইক, হেলমেটও বাঁচাতে পারল না ভাই-বোনকে

পরীক্ষা দিয়ে ফেরার সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ভাই-বোনের। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের মৌখালিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইসরত আনসারি (২৫) এবং তাঁর দাদা নইম আনসারি (৩০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১৬:১১
Share:

প্রতীকী ছবি

পরীক্ষা দিয়ে ফেরার সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ভাই-বোনের। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের মৌখালিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইসরত আনসারি (২৫) এবং তাঁর দাদা নইম আনসারি (৩০)। তাঁদের মধ্যে ইসরত এ দিন স্টাফ সিলেকশন কমিশনের একটি পরীক্ষা দিতে এসেছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, তাঁদের বাড়ি হাওড়ার মৌরীগ্রামে। বছরখানেক হল ইসরতের বিয়ে হয়েছে হাওড়ার লিলুয়ার। আর তার পরীক্ষার সিট পড়েছিল হওড়ার দাসনগরে চপলাদেবী মহিলা বিদ্যালয়ে। পরীক্ষা শেষ হলে দাসনগর থেকে দাদা নইম তাঁকে বাইকে চাপিয়ে বাপের বাড়ি মৌরীগ্রামে ফিরছিলেন। কোনা এক্সপ্রেসওয়ের মৌখালিতে একটি সরকারি বাসকে খুব গতিতে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যান নইম। তখনই চাকা পিছলে দু’জনের রাস্তাতে পড়ে যান। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান দু’জনেই। পুলিশ তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁদের দু’জনের মাথাতেই হেলমেট ছিল। বাস চালকের খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন: অভিজ্ঞতা ভাল নয়, বলছেন অভিষেক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement