ছাত্রভোটের দাবিতে মিছিল এবিভিপির

শ্যামবাজার মোড় থেকে মিছিল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সহ উপাচার্যের সঙ্গে দেখা করে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০৩:১৮
Share:

কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে দাবিপত্র দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শ্যামবাজার মোড় থেকে মিছিল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সহ উপাচার্যের সঙ্গে দেখা করে তারা। তাদের অভিযোগ, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। অতএব, অবিলম্বে ওই নির্বাচন চালু করতে হবে। পাশাপাশি, কলেজ-বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতি, সন্ত্রাস এবং নৈরাজ্য থেকে মুক্ত করে পরিকাঠামোর উন্নতি ঘটানোর দাবিও এ দিন সহ উপাচার্যকে জানিয়েছে এবিভিপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement