গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোভিড-১৯ মহামারি প্রভাবে ভারতের হসপিট্যালিটি ক্ষেত্রটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। এই পরিস্থিতিতে হসপিট্যালিটি শিল্পের বাজারে উল্লেখযোগ্যভাবে পতন ঘটেছে। ভবিষ্যতে এই শিল্পের বাজার পুনরায় কবে উদিত হবে—তা ভাবনায় ফেলেছে এই শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষকে!
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এই ক্ষেত্রে অবিলম্বে কিছু স্বল্পমেয়াদি কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এখন প্রশ্ন, ঠিক কী উপায়ে তা করা সম্ভব ? ভ্রমণ এবং বিমান শিল্পের উপর এখনও বেশ কিছু সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত কাজ তো আর বাড়িতে বসে অনলাইনে করা সম্ভব নয়! তবে কী ভাবে ছন্দে ফিরবে এই শিল্পগুলি? হোটেল, এয়ারলাইনস, সড়ক ও রেল পরিবহণ এবং রেস্তোঁরা ইত্যাদি ক্ষেত্র স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করবে— তা আদৌ কতটা সম্ভব? কী ভাবে আবার বিকশিত হবে এই শিল্পগুলির বাজার?
এই অভিজাত শিল্পের ব্যবসায় কোভিড -পরবর্তী সময়ে কী কী নতুন ভাবনার সংযোজন হতে পারে? কোভিড-১৯ ‘হসপিট্যালিটি ইন্ডাস্ট্রি এডুকেশন’ ২০২০-২১ ক্ষেত্রটির উপর ঠিক কতখানি প্রভাব ফেলেছে ? এই শিল্পের সঙ্গে জড়িত ছাত্রছাত্রীদের ভবিষ্যত্ কি আদৌ সুরক্ষিত?
আপনার জন্য এই উত্তরগুলি খুঁজতে, এবিপি এডুকেশন ২০ শে জুন একটি লাইভ ওয়েবিনারের আয়োজন করেছে। সেই ওয়েবিনারে যোগদান করবেন হসপিট্যালিটি ইন্ডাস্ট্রির কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাঁরা কোভিড-১৯ যুগে হোটেল, ভ্রমণ এবং পর্যটন ক্ষেত্রে প্রত্যাশীদের জন্য কেরিয়ারের দৃষ্টিভঙ্গি ঠিক কী হতে পারে, সেই পথের দিশা দেখাবেন। একই সঙ্গে থাকবে হসপিট্যালিটি ইন্ডাস্ট্রি সংক্রান্ত নানা সওয়াল-জবাব পর্ব।
এই লাইভ ওয়েবিনার ২০ জুন দুপুর তিনটেয়। রেজিস্ট্রার করুন এখানে
বক্তাদের পরিচয়:
অনিল পঞ্জাবি—ডিরেক্টর, আর-এস ট্রাভেলস্, কলকাতা এবং চেয়ারম্যান, ইস্টার্ন রিজিয়ন, ট্রাভেল এজেন্টস্ ফেডারেশন অব ইন্ডিয়া
প্রদীপ চোপড়া—চেয়ারম্যান, আইলিড
শেফ জোরেফ উত্তম গোমস—ডেপুটি ডিরেক্টর, এন আই পি এস স্কুল অব হোটেল ম্যানেজমেন্ট
জয়ন্ত ঘোষ—ডিন, গুরু নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, জেআইএস গ্রুপ
নিশীথ শ্রীবাস্তব— প্রিন্সিপাল, দ্য ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন, কলকাতা
ডঃ মিলিন্দ—প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল, স্কুল অব টুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা-দুর্গাপুর
নিয়ামকের পরিচয়
প্রফেসর জয় চৌধুরী—ডিরেক্টর অপারেশনস্, সেন্টার ফর প্রফেশনাল স্টাডিস্, অ্যাডামাস ইউনিভার্সিটি
রেজিস্ট্রার করুন এখানে