Abhishek Banerjee

Abhishek Banerjee: কোভিড পরিস্থিতিতে গোয়া সফর স্থগিত রাখলেন অভিষেক

সে রাজ্যে দলের হালহকিকত খতিয়ে দেখতে চারদিনের গোয়া সফরে যাওয়ার কথা ছিল অভিষেকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৬:৩৪
Share:

ফাইল ছবি

কোভিড পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর স্থগিত হল। রবিবার বিকালে তাঁর গোয়া রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সাংসদের দফতর থেকে জানানো হয়েছে এই সফর স্থগিত রাখা হয়েছে।

Advertisement

সে রাজ্যে দলের হালহকিকত খতিয়ে দেখতে চারদিনের গোয়া সফরে যাওয়ার কথা ছিল অভিষেকের। ৯ থেকে ১২ জানুয়ারি তিনি গোয়ায় থাকবেন ঠিক ছিল। এই সফরে দলের ভোট প্রচারের একটি গানও উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু যে ভাবে করোনা বাড়ছে তাতে চিন্তিত তৃণমূল সাংসদ তাঁর সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অভিষেক শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে আগামী দু’মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মত।’’ কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেন তিনি। তবে গোয়া সফর একেবারে বাতিল হচ্ছে না। কবে আবার তিনি গোয়া যাবেন তা অভিষেকের দফতর থেকে জানান হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement