Abhishek Banerjee

বিজেপির ‘গুন্ডামি’ নিয়ে হাই কোর্ট কী করে দেখতে চাই, আহত পুলিশকর্তাকে দেখে বেরিয়ে বললেন অভিষেক

অনেক মানুষ বিচার বিভাগের উপর ভরসা হারাচ্ছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও টেনে আনেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:০৬
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নবান্ন অভিযানে বিজেপির ‘গুন্ডামি’ এবং সরকারি সম্পত্তি ‘নষ্টের চেষ্টায়’ কলকাতা হাই কোর্ট কী পদক্ষেপ করে, তা তিনি দেখতে চান বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের যে অভিযোগ উঠেছে, তার সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ নিয়ে হাই কোর্টের একটি পুরনো নির্দেশের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, “হাই কোর্ট কী করে দেখতে চাই।”

Advertisement

তাঁর দাবি, বিচার বিভাগের সঙ্গে যুক্ত একাংশের পক্ষপাতমূলক আচরণের জেরে আদালতের উপর থেকে ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ। নিজের যুক্তির স্বপক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেহরক্ষীর ‘রহস্যমৃত্যু’ নিয়ে মামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি।

প্রসঙ্গত, কাঁথিতে শুভেন্দুর দেহরক্ষীর ‘রহস্যমৃত্যু’ নিয়ে সম্প্রতি সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত স্থগিত করে হয়। বুধবার ওই মামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “ভারতে এই প্রথম কোনও খুনের মামলার তদন্ত আদালতের নির্দেশে স্থগিত করে দেওয়া হয়েছে।”

Advertisement

বিজেপির নবান্ন অভিযানের সময় আক্রান্ত পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ‘গুন্ডামি’ চালিয়েছে বলে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, ‘‘পুলিশ শান্তিপূর্ণ আচরণ করলেও বিনা প্ররোচনায় ইটপাটকেল ছুঁড়েছেন বিজেপি নেতা-কর্মীরা।’’

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-সহ মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে যে হিংসার আগুন জ্বলেছে, তা নিয়েও গেরুয়া শিবিরের সমালোচনায় সরব হন অভিষেক। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার কারণেই এই দলের কর্মী-সমর্থকরা এত সাহস পাচ্ছেন বলেও দাবি অভিষেকের। পাশাপাশি, পুলিশকর্মী-আধিকারিকদের ধৈর্য, সংযম এবং সংবেদনশীলতার প্রশংসাও করেন তিনি। অভিষেক বলেন, ‘‘উত্তেজক পরিস্থিতিতে পুলিশের পক্ষে গুলি চালানো সহজ কাজ হলেও পুলিশ তা করেনি।’’

মঙ্গলবারের অভিযানের সময় বিজেপির লোকেরা পরিকল্পনা করে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়েছেন বলেও দাবি অভিষেকের। তাঁর কথায়, ‘‘ওখানে তো ধারেকাছে কোনও পেট্রল পাম্প ছিল না! তা হলে পেট্রল বা ডিজেল এল কোথা থেকে? নিশ্চয়ই আপনারা নিয়ে এসেছিলেন সঙ্গে করে!’’ বিজেপি নেতা-কর্মীদের ওই আচরণে তাঁদের স্বরূপ চেনা হয়ে গিয়েছে বলেও দাবি অভিষেকের। তিনি বলেন, ‘‘পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে কয়েক জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।’’ এই বিষয়ে হাই কোর্ট কী পদক্ষেপ করে, সে দিকেই তাঁর নজর থাকবে বলেও জানিয়েছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement