শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ নয় বরং পরামর্শই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে অভিষেক বলেন, ‘‘বিরোধী দলনেতাকে অনুরোধ করব গঠনমূলক আলোচনা করুন। কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন।’’
বিধানসভা নির্বাচনের গোটা প্রচার পর্বেই অভিষেক-শুভেন্দু আক্রমণ, প্রতি আক্রমণ চলেছে। সেটা অবশ্য শুভেন্দু তৃণমূলে থাকলেও দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়ে যায়। আর বিজেপি-তে যোগ দিয়েই স্লোগান তোলেন, ‘‘তোলাবাজ ভাইপো হঠাও।’’ এর পরে প্রচার পর্বে এই স্লোগান যেমন বারবার শুভেন্দুর মুখে শোনা গিয়েছে তেমনই অভিষেকও জবাব দিয়ে গিয়েছেন। সেই সময়ে ‘ভাইপো’ সম্বোধন করে বিজেপি-র অন্যান্য নেতাদের পাশাপাশি শুভেন্দু তৃণমূলের পরিবারতন্ত্রের কথা বলেন। সোমবার অভিষেক সেই জবাবও দিয়েছেন। তবে সে ক্ষেত্রে নাম নিয়েছেন বিজেপি-র আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্যের। তিনি বলেন, ‘‘অমিত মালব্যকে বলব, আইন নিয়ে আসুন যাতে এক পরিবার থেকে এক জনের বেশি রাজনীতিতে আসতে পারবেন না। আইন আনুন। সবার আগে আমি ইস্তফা দেব।’’