সরাসরি
West Bengal Assembly By Election Results 2024

জয়ের ব্যবধান কার কত বেশি হবে? ‘নির্লিপ্ত’ উপনির্বাচনেও নজর কাড়ছে হাড়োয়া এবং সিতাই

গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:০২
Share:

উপনির্বাচনে বাংলার ছয় আসনেই এগিয়ে তৃণমূলের প্রার্থীরা। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:০৪ key status

কোথায় কত ব্যবধান?

সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে অতিমধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে,

তালড্যাংরায় তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৮৮৩৬ ভোটে।

হাড়োয়ায় ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৬৩৪৩১ ভোটে।

সিতাইয়ে সপ্তম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৭৪৬৯৯ ভোটে।

মাদারিহাটে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ২৩৩১০ ভোটে।

নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৩০৬৫২ ভোটে।

মেদিনীপুরে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১৫৯৯৬ ভোটে।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:০০ key status

সপ্তম রাউন্ড পার, হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ৭০ হাজারের বেশি ভোটে

সপ্তম রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে রয়েছে ৭০৮৪৪ ভোটে। তৃণমূলের রবিউল এখনও পর্যন্ত পেয়েছেন ৮১২৭৫ ভোট, আইএসএফের পিয়ারুল পেয়েছেন ১০৪৩১ ভোট। বিজেপি এখনও পর্যন্ত ৫০০৩টি ভোট পেয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৭ key status

সিতাইয়ে ব্যবধান এক লাখ ছুঁইছুঁই

সিতাইয়ে নবম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এগিয়ে রয়েছেন ৯৩২০৮ ভোটে। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ১২২৩৪২টি ভোট। বিজেপি পেয়েছে ২৯,১৩৪টি ভোট। এখনও তিন রাউন্ড গণনা বাকি সিতাইয়ে।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:৪৩ key status

হাড়োয়ায় ব্যবধান ৬৩ হাজারের

হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এগিয়ে রয়েছেন ৬৩৪৫১ ভোটে। তিনি পেয়েছেন ৭২৪১৪ ভোট, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৮৯৬৩ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:৪০ key status

সিতাইয়ে ব্যবধান ৮০ হাজার পার, উচ্ছ্বাস তৃণমূলের

অষ্টম রাউন্ডের গণনা শেষে সিতাইয়ে তৃণমূল এগিয়ে রয়েছে ৮৪০৫৪ ভোটে। এখনও পর্যন্ত তৃণমূল পেয়েছে ১০৯৮৮২টি ভোট, বিজেপি পেয়েছে ২৫৮২৮টি ভোট। আর চার রাউন্ড গণনা বাকি সিতাইয়ে। জয় কার্যত নিশ্চিত ধরে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল সমর্থকেরা।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:৩৫ key status

হাড়োয়া ও সিতাইয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান

হাড়োয়ায় পঞ্চম রাউন্ড গণনা শেষে ৫২৫৯৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। পঞ্চম রাউন্ড শেষে সিতাইয়ে তৃণমূল এগিয়ে আছে ৬০৪৯৩ ভোটে। দুই আসনেই তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাড়োয়ায় মোট ১৪ রাউন্ড গণনা হবে। সিতাইয়ে গণনা হবে ১২ রাউন্ড।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:৩১ key status

মেদিনীপুরে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ

মেদিনীপুরে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূল পেয়েছে ৪৮৪৩৩ ভোট। বিজেপি পেয়েছে ৩২৪৩৭ ভোট। এখনও পর্যন্ত ১৫৯৯৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:২৮ key status

হাড়োয়ার আরও বৃদ্ধি পেল তৃণমূলের ব্যবধান

চতুর্থ রাউন্ড গণনা শেষে হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এগিয়ে রয়েছেন ৪১৬৬৬ ভোটে। তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ৪৮১০৭ ভোট। ৬৪৪১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফের পিয়ারুল ইসলাম। বিজেপির বিমল দাস এখনও পর্যন্ত পেয়েছেন ১৪২৬ ভোট।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:২৫ key status

তালড্যাংরায় তৃণমূল এগিয়ে আট হাজারের বেশি ভোটে

বাঁকুড়ার তালড্যাংরায় তৃতীয় রাউন্ডের গণনা শেষে ৮২০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। দ্বিতীয় রাউন্ড শেষে তিনি এগিয়ে ছিলেন ৬৩২৪ ভোটে। মোট ১১ রাউন্ড গণনা হবে তালড্যাংরায়।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:১৭ key status

নজর কাড়ছে সিতাই, হাড়োয়া

উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং কোচবিহারের সিতাই— দুই বিধানসভা কেন্দ্রেই লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শাসক দলের এগিয়ে থাকার ব্যবধান। কমিশনের তথ্য অনুসারে, হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন ৩৩৯৪১ ভোটে।  সিতাইয়ে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের সঙ্গীতা রায় ৫১৩৫৬ ভোটে।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:০৫ key status

হাড়োয়ায় আরও বৃদ্ধি পেল তৃণমূলের ব্যবধান

হাড়োয়ায় তৃতীয় রাউন্ডে ৩৩৯৪১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৩৭৪৮০ ভোটে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৩৫৩৯ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেস এখনও পর্যন্ত ৪০৩টি এবং বিজেপি ৮৫৬টি ভোট পেয়েছে।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:০৩ key status

সিতাইয়ে তৃণমূল এগিয়ে ৫০ হাজারের বেশি ভোটে

সিতাইয়ে পঞ্চম রাউন্ডের গণনায় ৫১ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। এখনও পর্যন্ত তৃণমূল পেয়েছে ৭৩৪৫২ ভোটে, বিজেপি পেয়েছে ১২৯৫৯ ভোট।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:০০ key status

মেদিনীপুরে এগিয়ে ১১ হাজারের বেশি ভোটে

মেদিনীপুরের উপনির্বাচনে চতুর্থ রাউন্ডের গণনায় তৃণমূল ১১ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে। তৃণমূল পেয়েছে ৩২৭৭৭ ভোট এবং বিজেপি পেয়েছে ২১৩৭৯ ভোট।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৫৩ key status

সিতাইয়ে তৃতীয় রাউন্ডে ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল

সিতাইয়ে তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ৪০ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৪৬৪৭৯ ভোট। বিজেপি পেয়েছে ৫৮৪৪ ভোট।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৫০ key status

২৩ হাজার ভোটে এগিয়ে রবিউল

গণনার প্রাথমিক প্রবণতায় হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ২৫১১৫ ভোট। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন ২০২৭ ভোট।কংগ্রেস প্রার্থী হাবিব রেজা পেয়েছেন ২৫৯ ভোট। বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন ৪৯২ ভোট। প্রবণতা অনুসারে, তৃণমূল প্রার্থী রবিউল ২৩০৮৮ ভোটে এগিয়ে রয়েছেন।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৪৬ key status

কী বলছে কমিশন?

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে,

সিতাইয়ে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৫৫২৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায়।

মাদারিহাটে দ্বিতীয় রাউন্ড শেষে ৯৯৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

নৈহাটিতে দ্বিতীয় রাউন্ড শেষে ৯০০৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

হাড়োয়ায় প্রথম রাউন্ড শেষে ১২৯৭৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

মেদিনীপুরে প্রথম রাউন্ড শেষে ১৫৮৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৩৭ key status

শুরু থেকেই এগিয়ে তৃণমূল, উচ্ছ্বাস শুরু কর্মী-সমর্থকদের

গণনা শুরুর পর প্রথম রাউন্ডেই ছয় আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল। ছয় বিধানসভা কেন্দ্রেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। 

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ key status

সিতাইয়ে ২৫ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল

সিতাইয়ে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ২৫৫২৭ ভোটে এগিয়ে তৃণমূল। আপাতত ধারেকাছে নেই বিরোধীরা। তৃণমূল প্রার্থী পেয়েছেন ২৯৫৫৩টি ভোট। বিজেপি পেয়েছে ৪০০৬ ভোট। কংগ্রেস পেয়েছে ৫৩৫ ভোট। ফরওয়ার্ড ব্লক হয়েছে ৫০২ ভোট।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:২৮ key status

হাড়োয়ায় ব্যবধান আরও বৃদ্ধি করছে তৃণমূল

হাড়োয়ায় বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রবিউল। গণনার প্রাথমিক প্রবণতার সর্বশেষ তথ্য অনুসারে, ২২০৮২ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:২৬ key status

মেদিনীপুরে এগিয়ে তৃণমূল

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডে আরও বৃদ্ধি হয়েছে ব্যবধান। মেদিনীপুরে প্রথম রাউন্ডের পর তৃণমূল এগিয়ে ছিল ১৫৮৩ আসনে। দ্বিতীয় রাউন্ডের গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে ৫৮৩৬ আসনে এগিয়ে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement