Abhishek Banerjee

শুভেন্দুর বিরুদ্ধে বর্ধমানে মানহানির মামলা দায়ের অভিষেকের

দলত্যাগ করার পরই বিজেপি-র হয়ে ময়দানে নেমে বিভিন্ন জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে একের পর এক ‘বাক্যবাণ’ প্রয়োগ করছেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৩
Share:

ফাইল চিত্র।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমান আদালতে ওই মামলা দায়ের হয়েছে। বিচারক ওই মামলা গ্রহণ করেছেন।

Advertisement

অভিষেকের আইনজীবী অমিতকুমার নাগ বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য এই মামলা করা হয়েছে।’’

তৃণমূল সূত্রে খবর, দলত্যাগ করার পরই বিজেপি-র হয়ে ময়দানে নেমে বিভিন্ন জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে একের পর এক ‘বাক্যবাণ’ প্রয়োগ করছেন শুভেন্দু। অভিষেককে নিশানা করে একের পর এক ‘আপত্তিকর’ মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ জোড়াফুল শিবিরের। তৃণমূল সাংসদের আইনজীবী জানিয়েছেন, ওই মন্তব্য প্রত্যাহার করার জন্য শুভেন্দুকে আইনজীবীর নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সে পথে হাঁটেননি ওই বিজেপি নেতা। এর পর আদালতে মামলা করলেন অভিষেক।

Advertisement

রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খেই হারিয়ে ফেলেছেন বিজেপি নেতারা। তাই তাঁরা কদর্য ভাষায় আক্রমণ করছেন। মানুষ সব দেখছে।’’

পাল্টা বিজেপি-র বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, ‘‘আইন আছে, তাই মামলা দায়ের হয়েছে। তবে বাংলার মানুষ বিধানসভা নির্বাচনে জবাব দেবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement