AITC

Abhishek Banerjee: উত্তরবঙ্গের তিন জেলার চা বাগানের সংগঠন মজবুত করতে নির্দেশ অভিষেকের

উত্তরবঙ্গের তিন জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে বৈঠক করলেন অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৯:৪৬
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র।

উত্তরবঙ্গের চা বাগানগুলিতে তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজে নেতাদের মন দিতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের তিন জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। মূলত ব্লক স্তরে নতুন কমিটি তৈরির আগে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করেন অভিষেক। তিন জেলার ব্লক কমিটির তালিকাও জমা পড়ল এ দিন। সূত্রের খবর, নেতাদের প্রত্যেকের কাছে ব্লক কমিটির দায়িত্ব কাদের দেওয়া হবে, সে সম্পর্কে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।

Advertisement

তবে অভিষেক সবচেয়ে বেশি গুরুত্ব দেন চা বাগানের সংগঠনের দিকে। সূত্রের খবর, অগস্ট মাসে শ্রমিক ক্যালেন্ডার তৈরি করেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব। ৭৮টি চা বাগানে ৭৮টি প্রস্তুতি বৈঠক করবেন তাঁরা। সোমবারের বৈঠকের ৪৮ ঘন্টা পর থেকে সেই সমস্ত বৈঠক শুরু হবে। এই সব বৈঠক শেষ হয়ে গেলে জলপাইগুড়ির চা বাগানে যেতে পারেন অভিষেক। বৈঠকে আলোচনা হয়েছে, ১০ সেপ্টেম্বর ওই অঞ্চলে বড় জনসভা করতে যেতে পারেন অভিষেক।

তবে পঞ্চায়েত ভোট নিয়ে তিন জেলার নেতাদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না। থানায় গিয়ে ব্যাক্তিগত ক্ষমতা দেখানো যাবে না। প্রশাসনিক কাজেও ব্যক্তিগত ক্ষমতা দেখানো যাবে না বলেও বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement