Abhijit Mukherjee

‘যথেষ্ট হয়েছে’! আর তৃণমূলে নয়, এ বার কংগ্রেসে ফিরতে চান প্রণবপুত্র অভিজিৎ

কংগ্রেসের একটি সূত্রের ব্যাখ্যা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ বার ভোটে হেরে যাওয়ার পরে রাজ্যে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা শুরু হতেই ফের সক্রিয় হয়েছেন প্রণব-পুত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ০৭:৩৪
Share:

অভিজিৎ মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

কংগ্রেসে ফিরতে আগ্রহী প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, কংগ্রেসের হাই কমান্ড তাঁকে ফের সুযোগ দিলে তিনি নতুন করে কংগ্রেসে কাজ শুরু করতে চান। বছরতিনেক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ। তবে ইদানিং সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। কংগ্রেস সূত্রের খবর, খানিকটা আচমকাই দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে দেখা করেছেন প্রণব-পুত্র। পরে অবশ্য অভিজিৎ বলেছেন, ‘‘কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কাজের পদ্ধতির কোনও মিলই নেই। যথেষ্ট হয়েছে। কংগ্রেস হাই কমান্ডের কাছে সময় চেয়েছি। তারা যদি এখনই আমাকে দলে যোগ দিতে বলে, আমি তৈরি আছি। কংগ্রেস আমাকে গ্রহণ করলে আবার তাদের হয়ে কাজ করতে চাই।’’ জঙ্গিপুর থেকে কেন ২০১৯ সালে তিনি হেরে গিয়েছিলেন, প্রদেশ কংগ্রেসে কারা তাঁকে কোণঠাসা করে রেখেছিলেন, সেই প্রসঙ্গে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন অভিজৎ। কংগ্রেসের একটি সূত্রের ব্যাখ্যা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ বার ভোটে হেরে যাওয়ার পরে রাজ্যে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা শুরু হতেই ফের সক্রিয় হয়েছেন প্রণব-পুত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement