আলিমুদ্দিন স্ট্রিট থেকে বৈঠক করে বেরোনোর পথে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতা। সোমবার রাতে। নিজস্ব চিত্র।
রাত পোহালে আসন-রফা নিয়ে সিপিএম ও কংগ্রেসের পরবর্তী দফার বৈঠক। তার আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে এসে বৈঠক করে গেলেন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নেতারা। নেতৃত্বে ছিলেন আব্বাসের ভাই নৌসাদ সিদ্দিকী। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমদের সঙ্গে সোমবার গভীর রাত পর্যন্ত আইএসএফের বৈঠক চলে। সূত্রের খবর, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর জোট গড়তে হলে আসনের দাবি ‘যুক্তিগ্রাহ্য’ স্তরে রাখতে হবে, এই কথাই বোঝানোর চেষ্টা করেছেন সিপিএম নেতারা। তার আগে এ দিন বিধান ভবনে দলের জেলা সভাপতিদের সঙ্গে আসন ভাগ প্রসঙ্গে ফের বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একা লড়ে কোনও সুবিধা হবে না, তাই সাধ্যের বাইরে আসন দাবি করে লাভ নেই, এই বার্তাই জেলার নেতৃত্বকে দিয়েছেন প্রদেশ সভাপতি।