AAP

থানায় গিয়ে পুলিশকে ‘ধন্যবাদ’ আপের

উত্তর ২৪ পরগনা জেলায় বৃহস্পতিবার বিধাননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-সহ প্রায় ১৮টি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন আপ নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৩
Share:

পুলিশ আধিকারিকদের সংবর্ধনা আপের।

পুলিশ দিবসে অভিনব কর্মসূচি নিল আম আদমি পার্টি (আপ)। বিভিন্ন কমিশনারেট ও থানায় গিয়ে পুলিশ আধিকারিক ও কর্মীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে এল তারা। আপ নেতৃত্বের বক্তব্য, সাধারণ ভাবে পুলিশ-কর্মীরা যে জনতার স্বার্থে নিঃস্বার্থ কাজ করেন, তারই ‘স্বীকৃতি’ হিসেবে তাঁদের এই ধন্যবাদ জানানোর উদ্যোগ। উত্তর ২৪ পরগনা জেলায় বৃহস্পতিবার বিধাননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-সহ প্রায় ১৮টি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন আপ নেতারা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আপের উত্তর ২৪ পরগনা জেলার ভারপ্রাপ্ত নেত্রী তুলিকা অধিকারী, ছিলেন যুব শাখার দায়িত্বপ্রাপ্ত অভিষেক খেত্রী, কোষাধ্যক্ষ সোম বন্দ্যোপাধ্যায়েরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement