Aliah University

খেলতে দিতে হবে, দাবি নিয়ে অনশন আলিয়ায়

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আমিন কিক বক্সিং বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিদেশি হওয়ার যুক্তি দেখিয়ে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। কারণ, বিদেশিদের ওই প্রতিযোগিতায় যোগদানে আইনি বাধা আছে।

Advertisement

আর্যভট্ট খান

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৭:১২
Share:

আলিয়া বিশ্ববিদ্যাল। ফাইল চিত্র।

নিয়োগের দাবিতে অনশন-বিক্ষোভ রাজ্যে চলছেই। তারই মধ্যে নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে অনশনে বসেছিলেন এক ছাত্র। তবে নিয়োগ নয়, তাঁর দাবি ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়ার অনুমতি। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আল আমিন নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া বাংলাদেশি নাগরিক। বিদেশি নাগরিক হওয়ায় তাঁকে ওই প্রতিযোগিতায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে ১৮ ঘণ্টা অনশনের পরে কর্তৃপক্ষ আমিনের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন। তার পরেই শনিবার অনশন প্রত্যাহার করেছেন আমিন।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আমিন কিক বক্সিং বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিদেশি হওয়ার যুক্তি দেখিয়ে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। কারণ, বিদেশিদের ওই প্রতিযোগিতায় যোগদানের ক্ষেত্রে আইনি বাধা আছে। যদিও পড়ুয়াদের একাংশের দাবি, আইনি বাধা নেই। ইচ্ছাকৃত ভাবে আমিনকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমিনের অনশনের সমর্থনে নেমেছিলেন এক দল পড়ুয়াও। তাঁদের মধ্যে এক জন সরাসরি চিঠি লিখে উপাচার্যকে বিষয়টি জানান। এ দিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের কামরুদ্দিন বলেন, ‘‘সোমবার ওই পড়ুয়ার সঙ্গে কর্তৃপক্ষ আলোচনায় বসবেন। তাঁর অংশ নিতে আইনি বাধা আছে কি না অথবা অন্য কোনও সমস্যা আছে কি না, তা দেখতে হবে। আমিন খেলার জন্য শারীরিক ভাবে উপযুক্ত কি না, তা-ও দেখতে হবে। সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’ আমিনের আশা, ‘‘সোমবার সমস্যার সমাধান হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement