Suvendu Adhikari

Suvendu Adhikari: শুভেন্দুর পাড়ার পুজো কেন অনুমোদন পেল না, খতিয়ে দেখতে কাঁথিতে হাই কোর্টের প্রতিনিধি

দীর্ঘ প্রায় ২২ বছর ধরে কাঁথির সেচ দফতরের জায়গায় দুর্গাপুজোর আয়োজন করে আসছে একটি স্থানীয় ক্লাব। ওই ক্লাবেরই সভাপতি শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ২০:১১
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র

নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্লাবে কেন এ বছর পুজোর অনুমোদন বাতিল করা হয়েছে, তা খতিয়ে দেখতে বুধবার নজিরবিহীন ভাবে কাঁথি শহরের ওই এলাকা পরিদর্শনে এলেন কলকাতা হাই কোর্ট-নিযুক্ত প্রতিনিধি।

Advertisement

দীর্ঘ প্রায় ২২ বছর ধরে কাঁথির সেচ দফতরের জায়গায় দুর্গাপুজোর আয়োজন করে আসছে একটি স্থানীয় ক্লাব। ওই ক্লাবেরই সভাপতি শুভেন্দু। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, প্রথমে পুজোর ছাড়পত্র দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়। শুভেন্দু ক্লাবের সভাপতি বলেই অনুমোদন দেওয়া হল না, এই মর্মেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই ক্লাব। তার পরই এ দিন ওই পুজোর জায়গায় ঘুরে গেলেন হাই কোর্টের প্রতিনিধি।

এ বিষয়ে বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তীর দাবি, ‘‘সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্যেই পুজো কমিটির অনুমোদন বাতিল করা হয়েছে। এ বার হাই কোর্টের পর্যবেক্ষণে সবটা পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

অন্য দিকে, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, ‘‘পুজোটা হয় সরকারি জায়গায়। সরকার কাকে জায়গা ব্যবহার করতে দেবে বা দেবে না, সেটা সংশ্লিষ্ট দফতরের বিচারাধীন বিষয়। সরকারি জায়গায় পুজো করতে বাম আমলেও কয়েকটি পুজো কমিটিকে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement