Murder

পারিবারিক বিবাদের জের, মুর্শিদাবাদে মাদ্রাসা শিক্ষিকাকে গুলি করে খুন

বুধবার সকালে মনিরাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। শেষে বিষয়টি জানাজানি হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৭:১৯
Share:

শিক্ষিকাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য। নিজস্ব চিত্র

পারিবারিক বিবাদের জেরে এক মাদ্রাসা শিক্ষিকাকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নবগ্ৰামের রঘুপুরে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মনিরা বিবি সরকারি জুনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাঁর প্রতিবেশীদের বক্তব্য, কিছু দিন আগে মনিরা তাঁর প্রথম পক্ষের স্বামী, ছেলে এবং মেয়েকে ফেলে রেখে আখের শেখ নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তাঁরা আলাদা ভাবে সংসারও পাতেন। কিন্তু তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত কয়েক দিন ধরে দু’জনের বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছিল। মঙ্গলবার রাতে আখের মনিরাকে গুলি করে খুন করে বলে অভিযোগ।

বুধবার সকালে মনিরাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। শেষে বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। মনিরার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আখেরকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: মাথাব্যথা ভিড় নিয়েই, কোন রুটে কত লোকাল দরকার, বৈঠকে রেল-রাজ্য

আরও পড়ুন: চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, পুড়ে ছাই অন্তত ১০টি ছোট কারখানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement