প্রতীকী ছবি। নিজস্ব চিত্র।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে সেনা শিবিরেই আত্মঘাতী এক জওয়ান। জানা গিয়েছে, সিআরপিএফের ১৬৭ নম্বর ব্যাটালিয়নে ওই জওয়ানের নাম প্রভাকর রজনকার। বয়স ৪৫। মহারাষ্ট্রের বুলধনা জেলার সংগ্রামপুরে বাড়ি তাঁর। প্রভাকরের সহকর্মীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশের অনুমান, আত্মহত্যার সিদ্ধান্ত মানসিক অবসাদ থেকেই।
সেনাবাহিনীতে জওয়ানদের মানসিক অবসাদের বিষয়টি এর আগেও বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। গত মাসের শুরুতেই জম্মুর আখনুরে এক সেনা জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে সেনা জওয়ানের আত্মহত্যার ঘটনাও ঘটেছে এর আগে। রবিবার প্রভাকরের দেহ তাঁর শিবিরের ছাদের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।
সকালে শিবিরের ছাদের রেলিঙে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রভাকরকে উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। দ্রুত তাঁকে স্থানীয় বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে প্রভাকরের দেহ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর সেখান থেকে দেহ নিয়ে মহারাষ্ট্রে প্রভাকরের বাড়ির উদ্দেশে রওনা দেবে তাঁর সহকর্মীরা।