জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দিলীপ ঘোষের হাতে উদ্যোক্তারা তুলে দিচ্ছেন তলোয়ার। রবিবার, পানিহাটিতে। নিজস্ব চিত্র
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অস্ত্র উপহার দেওয়া নিয়ে বিতর্ক বাধল।
রবিবার রাতে পানিহাটির নাটাগড়ে একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন দিলীপ। সেখানে উদ্যোক্তারা তাঁকে একটি তলোয়ার উপহার দেন। তার পরেই বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল নেতৃত্ব। এলাকার বিধায়ক তথা বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘‘বহিরাগতদের ডেকে এনে তাঁদের হাতে অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। তারা যে সন্ত্রাস কায়েম করতে চাইছে, তা পরিষ্কার।’’
সোমবার চন্দননগরে একটি পুজোর উদ্বোধনে গিয়ে এ বিষয়ে দিলীপ পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন। তাঁর প্রশ্ন, ‘‘তৃণমূল কি এতে ভয় পাচ্ছে নাকি?’’ আর পুজোর উদ্যোক্তা, তথা বিজেপি-র উত্তর ২৪ পরগনার জেলা সংগঠনের সদস্য চণ্ডী রায়ের পাল্টা প্রশ্ন, ‘‘এতে বিতর্কের কী আছে? দুর্গার দশ হাতে দশ অস্ত্র থাকে। ফলে পুজো উপলক্ষে অস্ত্র দেওয়ার মধ্যে অন্য অর্থ খোঁজার মানে হয় না।’’