Fake document

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়েও ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

যে ভুয়ো নোটিফিকেশনটি ঘুরে বেড়াচ্ছে তাতে দাবি করা হয়েছে, বকেয়া পরীক্ষাগুলি ২০, ২৩ ও ২৭ এপ্রিল নেওয়া হবে। যদিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বা তাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত এমন কোনও নোটিফিকেশন হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ২৩:৪৪
Share:

উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষা নিয়ে গুজব। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আইসিএসই-র পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নিয়েও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ১৪ এপ্রিল লকডাউন ওঠার পর ২০ তারিখ থেকে ফের পরীক্ষা নেওয়া হবে বলে একটি নোটিফিকেশনের ছবি ছড়িয়ে পড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমন কোনও নোটিফিকেশন করা হয়নি বলে জানা গিয়েছে।

Advertisement

করোনার জেরে ১৪ মার্চ, শনিবার সরকারের তরফে ঘোষণা করা হয় সোমবার, ১৬ মার্চ থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধ থাকবে স্কুলে অভ্যন্তরীণ পরীক্ষাও। কেবল উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা এর বাইরে থাকে। কিন্তু করোনার পরিস্থিতি আরও খারাপ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও।

১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সূচি মেনে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। তারপরই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সূচী অনুযায়ী ২৩, ২৫, ২৭ মার্চের পরীক্ষাগুলি বাকি থেকে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: আইসিএসই-র বাকি পরীক্ষা ১৬ এপ্রিল থেকে? সম্পূর্ণ ভুয়ো খবর

যে ভুয়ো নোটিফিকেশনটি ঘুরে বেড়াচ্ছে তাতে দাবি করা হয়েছে, বকেয়া পরীক্ষাগুলি ২০, ২৩ ও ২৭ এপ্রিল নেওয়া হবে। যদিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বা তাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত এমন কোনও নোটিফিকেশন হয়নি। কবে পরীক্ষা হবে তা পরে ঘোষণা করা হবে।

গ্রাফিক: তিয়াসা দাস।

এর আগে আইসিএসই-র দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষা নিয়েও এমন গুজব ছড়ানো হয়। সেখানেও কাউন্সিলের প্যাড ও আধিকারিকের সই নকল করে নোটিফেকশেনর ছবি ছড়িয়ে দেওয়া হয়। পরে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এগজিকিউটিভ ও সেক্রেটারি গেরি আরাথুন আনন্দবাজার ডিজিটালকে তিনি জানান, ‘‘ওই পরীক্ষাসূচি ফেক।’’

আরও পড়ুন: করোনা সারিয়ে ঘরে ফিরতেই উষ্ণ অভ্যর্থনা, ভিডিয়ো শেয়ার বিজেপি বিধায়কের

করোনার জেরে আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষা কবে ফের শুরু হবে তা নোটিস দিয়ে জানানো হবে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement