চিকিৎসক কে কে আগরওয়াল। ছবি সৌজন্য টুইটার।
তাঁকে সঙ্গে না নিয়ে আগে কেন টিকা নিলেন, তার জেরে স্ত্রীর হুমকির মুখে পড়তে হল পদ্মশ্রী প্রাপক দিল্লিনিবাসী এক চিকিৎসককে। স্বামী-স্ত্রীর সেই কথোপকথনের ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে নানা হাস্যরসাত্মক প্রতিক্রিয়াও সামনে এসেছে।
টিকা কর্মসূচি ঠিক মতো চলছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়েছিলেন চিকিৎসক কে কে আগরওয়াল। এক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনের সময় নিজেও টিকা নিয়ে নেন। সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে আসার সময় লাইভ ভিডিয়োতে ফোনের ওপারে এক জনকে টিকা সংক্রান্ত বিষয়ে কিছু বলছিলেন তিনি। সেই সময়ই তাঁর স্ত্রীর ফোন আসে। ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতেই স্ত্রীর ফোনটি ধরেন আগরওয়াল।
ফোনের ওপারে তখন স্ত্রী পরিত্রাহি চিৎকার। স্বামীকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছিল, ‘‘তুমি কি টিকা নিয়ে নিয়েছ?’’ আগরওয়াল স্মিত হেসে বলেন, ‘‘এক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম পরিদর্শনে। ওঁরা বললেন, স্যর ফাঁকা আছে, টিকা নিয়ে নিন। ব্যস! নিয়ে নিলাম।’’
স্বামীর মুখে এই কথা শুনে আরও ‘তেলেবেগুনে জ্বলে’ ওঠেন স্ত্রী। ঝামটা দিয়ে তিনি বলেন, ‘‘আমাকে ছাড়াই টিকা নিয়ে নিলে?’’ আগরওয়াল তখন কী করবেন ভেবে পাচ্ছিলেন না, স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতেই ফের ফোঁস করে ওঠেন স্ত্রী। তার পরই তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাকে মিথ্যা বোলো না!’’
আগরওয়াল ফের স্ত্রীকে নিরস্ত করার চেষ্টা করেন। বলেন, ‘‘আমি লাইভে আছি।’’ এই কথা শুনে স্ত্রী রেগে গিয়ে বলেন, ‘‘আমি লাইভে গিয়ে তোমার মজা দেখাচ্ছি, কী করতে হয় দেখো!’’
চিকিৎসক এবং তাঁর স্ত্রীর এই কথোপকথন ঘিরে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। কেউ বিদ্রুপ করে বলেছেন, ‘‘লাইভে থাকার সময় ভুলেও কখনও স্ত্রীর ফোন তুলবেন না।’’
নানা রকম প্রতিক্রিয়া দেখে আগরওয়ালের প্রতিক্রিয়া, ‘‘এই কঠিন পরিস্থিতিতে অনেকে যে এই ভিডিয়ো নিয়ে হেসেছেন, এটাই অনেক।’’ তবে পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, স্ত্রী তাঁর স্বাস্থ্য নিয়ে বিচলিত হওয়ার জন্যই এমন কথা বলে ফেলেছেন।