Corona

কোভিডের ছোবলে প্রাণ হারালেন হাওড়ার চিকিৎসক প্রশান্ত মুখোপাধ্যায়

কিডনির অসুখে ভুগছিলেন প্রশান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়ি ফিরে আসার কিছুদিন পর হঠাৎ করোনার উপসর্গ দেখা দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২১:০০
Share:

প্রশান্ত মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় হাওড়ায় প্রাণ হারালেন এক চিকিৎসক। সোমবার মৃত্যু হয় প্রশান্ত মুখোপাধ্যায় নামে ওই রোগ বিশেষজ্ঞের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।

Advertisement

প্রশান্তর পরিবার সূত্রে জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন প্রশান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়ি ফিরে আসার কিছুদিন পর হঠাৎ করোনার উপসর্গ দেখা দেয়। দেখা দেয় শ্বাসকষ্টও। গত ১৫ এপ্রিল তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা ধরা পড়ে। আইসিইউতে ভর্তি ছিলেন প্রশান্ত। বেশ কিছু দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার তাঁকে মানতে হল সোমবার।

প্রশান্তর পরিবারের সদস্য এবং তাঁর সঙ্গে যারা কাজ করতেন তাঁদেরকে আপাতত হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। প্রশান্তর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement